ওয়েব ডেস্ক: কেরলে (Kerala) এসআইআর (SIR) প্রক্রিয়া স্থগিত রাখার আবেদনের ভিত্তিতে জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission of India) নোটিস জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্য সরকার সহ একাধিক পক্ষের আবেদন একত্রে বিবেচনা করে এই নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এসভিএন ভাট্টি এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। মামলাটির শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে ২৬ নভেম্বর।
কেরলে সরকার স্থানীয় সংস্থা নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার পক্ষে যুক্তি দিয়েছে। এই আবেদনের পাশাপাশি ইউনিয়ন মুসলিম লিগের সাধারণ সম্পাদক পিকে কুনহালিকুট্টি, কেরলে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সানি জোসেফ, এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন মাস্টার-এর পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতেও নির্বাচন কমিশনকে নোটিস পাঠিয়েছে সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: তদন্তে বিলম্ব নিয়ে বিরাট মন্তব্য সুপ্রিম কোর্টের, দেখুন বড় খবর
আদালতে সিপিআই(এম) এবং ইউনিয়ন মুসলিম লিগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী হারিস বীরন। তিনি জানান, কেরল সরকারের আবেদনে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয়নি; শুধুমাত্র প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে।
এর আগে রাজ্য সরকার এই একই আবেদনে কেরল হাইকোর্টের (Kerala High Court) শরণাপন্ন হলেও হাইকোর্ট হস্তক্ষেপ করতে চায়নি। হাইকোর্ট রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেয়, যার ফলে বিষয়টি এখন সর্বোচ্চ আদালতের দরজায় পৌঁছেছে। এখন নজর থাকবে, আগামী ২৬ নভেম্বর এইসব মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয়, সে দিকে।
দেখুন আরও খবর:







